জাতীয় শোক দিবস পালিত

News

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইসলামিক রিলিফ বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি পালন করে।

জাতীয় পতাকা অর্ধনমিতকরণ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ৯ আগস্ট ২০২৩ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সংস্থার বারিধারাস্থ কান্ট্রি অফিস ও দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত আঞ্চলিক অফিসসমূহে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়।

আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশের এই আলোচনা সভায় ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। আলোচনায় বঙ্গবন্ধুর জীবনের নানাদিক উঠে আসে। সংস্থার কান্ট্রি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

কালো ব্যাজ পরিধান

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডে শহীদদের শ্রদ্ধায় ইসলামিক রিলিফ বাংলাদেশের সকল সদস্য কালো ব্যাজ পরিধান করেন।

ড্রপডাউন ব্যানার

ইসলামিক রিলিফ বাংলাদেশের ঢাকার প্রধান অফিস ও আঞ্চলিক অফিসসমূহে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ড্রপডাউন ব্যানার স্থাপন করা হয়।