পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ পীরগঞ্জ উপজেলার রামনাথপুরের কসবা করিমপুরে মাঝিপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক ঘর নির্মাণ কার্যক্রম মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেন কান্টি ডিরেক্টর আকমল শরিফ। মঙ্গলবার বিকালে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কান্টি ডিরেক্টর আকমল শরিফ মাঝিপাড়া পরিদর্শন কালীন সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার চৌধুরী তাইয়ুব, প্রোগ্রাম ম্যানেজার মইন উদ্দিন আহম্মেদ ও প্রকৌশলী তারেক রহমান।
প্রকৌশলী তারেক রহমান জানান , গতবছর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বড় করিমপুরের হিন্দুপাড়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশ ৪৪পরিবারকে ৪ শত স্কয়ার ফুটের ২টি রুম, রান্নাঘর, বাথরুম বারান্দা সহ নির্মান করার কাজ করছেন। ইতিমধ্যে ২১টি ঘর দৃশ্যমান হয়েছে চলতি মাসেই ২১ পরিবার নিজ নিজ নামীয় ঘরে উঠতে পারবে। আগামী এপ্রিলের মধ্যে ৪৪ পরিবার নতুন বাড়ীতে নতুন করে সবকিছু সাজানোর স্বপ্ন দেখবে এসব পরিবার।
জানা গেছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ অতিদরিদ্র পরিবারকে আয়বর্ধনমূলক কর্মসূচির মাধ্যমে তাদের পারিবারিক অসচ্ছলতা দূরীকরণ, অর্থনৈতিক ও আত্মসামাজিক উন্নয়ন আয়বর্ধনমূলক কর্মসৃষ্টি, শিশুদের শিক্ষা ও অধিকার, নারীর ক্ষমতায়ন ও মর্যাদা উন্নীতকরণ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা গ্রহণের সুযোগ করে দিয়েছে সংস্থাটি।